গাজীপুর প্রতিদিন ডেস্ক : ভুমি ব্যবস্থাপনায় আরো গতিশীলতা বৃদ্ধির লক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহবাজপুর ইউনিয়ন ভুমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) দুপুরে গাজীপুর ১আসনের এমপি ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এ্যাড. আকম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।
এসময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, পৌর আওয়ামীলীগ এর সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি অজিত কুমার সাহা, কালিয়াকৈর পৌর যুব মহিলালীগের আহবায়ক, মোছা: রুপালী রুপা, বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভুমি উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।