গাজীপুরে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত দুই

0
1036
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত কারো নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। এসময় বাসটি রাজেন্দ্রপুর এলাকায় ন্যাশনাল পার্কের সামনে এসে পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যান।

এ ঘটনায় আহত হয় আরো ১০ জন তাদেরকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই পরিমল।

শেয়ার করুন