গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, রেলস্টেশন এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাতপরিচয় ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই মাস্টার।