গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালিয়াকৈর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব রানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী হাফিজুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশতিয়াক আহমেদ, গাজীপুর জেলা পরিষদের সংরক্ষিত সম্মানিত মহিলা সদস্য জনাবা আসমা খাতুন, কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত মোঃ সানোয়ার জাহান।
এ সময় কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সদস্য যুগান্তর পত্রিকার সাংবাদিক সরকার আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদকঃ মোঃ হুমায়ূন কবির প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিতের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় কালিয়াকৈর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্য বৃন্দগন উপস্থিত ছিলেন।