গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার চন্ডীতলা এলাকায় তুরাগ নদী থেকে এক যুবকের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও লাল রঙের ফুলহাতা গেঞ্জি পরহিত ছিল।
গত বুধবার (৪-মার্চ) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নজমুল হুদা সাংবাদিকদের জানান, টঙ্গীর চন্ডীতলা এলাকায় প্রত্যাশার মাঠ সংলগ্ন তুরাগ নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।