কা‌লিয়া‌কৈরে মোল্লা পাড়া ক‌মিউ‌নি‌টি সা‌পোর্ট গ্রু‌প ও পৌর সেচ্ছা‌সেবক দলের উ‌দ্যোগে কর্মহীন ৩০টি পরিবারে ত্রান বিতরন

0
1115
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : করোনা ভাইরাস প্রভাবে কা‌লিয়া‌কৈরে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোল্লা পাড়া ক‌মিউ‌নি‌টি সা‌পোর্ট গ্রুপ ও কা‌লিয়া‌কৈর পৌর সেচ্ছা‌সেবক দল।

শুক্রবার (২৪ মার্চ) বি‌কেল ৫ টার দিকে কা‌লিয়া‌কৈর পৌর সভার ৭ নং ওয়া‌র্ডের মোল্লাপাড়া এলাকায় মোল্লা পাড়া ক‌মিউ‌নি‌টি সা‌পোর্ট গ্রুপের সভাপ‌তি ও কা‌লিয়া‌কৈর পৌর সেচ্ছা‌সেবক দ‌লের নেতা মো. মহ‌সিন মোল্লার উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছি‌লেন, কা‌লিয়াকৈর পৌর সভার প্যা‌নেল মেয়র ও ৭নং ওয়া‌র্ড কাউ‌ন্সিলর মো. সামসুল আলম সরকার, মন্ডলপাড়া ক‌মিউ‌নি‌টি সা‌পোর্ট গ্রু‌পের সভাপ‌তি মো. সো‌হেল সরকার, মোল্লাপাড়া ক‌মিউ‌নি‌টি সা‌পোর্ট গ্রু‌পের সাধারন সম্পাদক মো. বাদশা মিয়া, হ্যা‌লো প্লাস বাংলা‌দেশ এর মোছা. সু‌খি আক্তার, মোল্লাপাড়া ক‌মিউ‌নি‌টি সা‌পোর্ট গ্রু‌পের সদস্য মো. আ‌নোয়ার হো‌সেন, মো. আ‌বির হো‌সেন প্রমুখ।

মো. মহ‌সিন মোল্লা জানান, জানান, ক‌রোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ বাসায় অবস্থানরত দিন আনে দিন খায় এমন নিম্নআয়ের মানুষের মাঝে সুষম খাদ্যের ঘা‌র্তি পুরন কর‌তে তা‌দের‌কে চাল, ডা‌ল, শাক, সব‌জির ও সুষম খাদ্য ডিম, দুধ ও হর‌লিক্স বিতরন করা হয়েছে।

শেয়ার করুন