গাজীপুর জেলাকে ‘অবরুদ্ধ’ ঘোষণা

0
1383
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় ও জরুরি সুরক্ষার প্রয়োজনে সারা জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের লক্ষে শনিবার (১১এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে ‘অবরুদ্ধ’ ঘোষণা করা হয়েছে।

শনিবার গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম তরিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণ-বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে।

জারীকৃত গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্ষেত্রে ভিন্ন জেলা হতে পার্শ্ববর্তী যে কোন জেলায় গমনের উদ্দেশ্য ট্রানজিট হিসেবে জাতীয় মহাসড়ক ব্যবহার ব্যতীত জেলা, উপজেলার যে কোন সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নৌপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ সময়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবারাহ, সংগ্রহ. উৎপাদন ও পরিবহন ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ  করা হয়েছে।

শেয়ার করুন