নরসিংদীতে চিকিৎসকদের ৫ হাজার পিপিই দিলো মজিদ মোল্লা ফাউন্ডেশন

0
1015
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : নরসিংদীতে কর্মরত সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সুরক্ষার পোষাক (পিপিই) অনুদান দিয়েছে আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

দাতা প্রতিষ্ঠান আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা উপস্থিত থেকে এসব সামগ্রী হস্তান্তর করেন। এ সময় নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, নরসিংদী জেলা হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান, সদর হাসাপাতেলর ডা. সৈয়দ আমীরুল হক শামীম, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশেনের সভাপতি ডা. সাজেদুল হক অপু, সাধারণ সম্পাদক ডা. মোজাম্মেল হক কমলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা পোষাক ছাড়াও নরসিংদীর অসহায় ও দুস্থ ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণেরও কার্যক্রম হাতে নিয়েছে ফাউন্ডেশনটি। সরকারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে বিতরণ করা হবে এসব খাদ্য সামগ্রী।

শেয়ার করুন