ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামাজিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান স্মৃতি সংসদ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।

0
2313
Print Friendly, PDF & Email

দেওয়ান সামান উদ্দিন : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপি শুরু হওয়া লক ডাউনের কারণে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন অসহায়, দারিদ্র ও দিনমজুরসহ নিম্ন আয়ের খেটে খাওয়া হাজারো মানুষ। সবাই যখন নিজেদের পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে ব্যস্ত, ঠিক সে সময়ে শরিয়তপুর জেলা, ভেদরগঞ্জ থানা, রামভদ্রপুর ইউনিয়ন, ১নং ওর্য়াড অন্তর্ভুক্ত দক্ষিন কার্তিকপুরে করোনা ভীতিকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন স্থানীয় সচেতন একদল তরুণ যুবক। এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি ঈদ উৎসবের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান স্মৃতি সংসদ নামে একটি সামাজিক সংগঠন।

“আপনার একটু সহযোগীতাই প্রতিবেশির “আনন্দ” প্রতিপাদ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে এলাকার অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষে কাজ করছেন সংগঠনের পক্ষ থেকে। সেই সাথে সংগঠনের কার্যক্রম চলমান রাখতে খোলা হয়েছে ফ্রি খাদ্য সংগ্রহের ব্যবস্থা। এ সংকটময় মুহুর্তে ইচ্ছে করলে যে কেউই সেখানে অনুদান প্রদান করতে পারবেন। পরবর্তীতে এসব অনুদান স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করেবেন সেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা। শুধু তাই নয় সেই সাথে এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে জীবাণু নাশক স্প্রে করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসহাক বন্দুকছি আর্থিক ও সার্বিক সহযোগীতায় সংগঠনের পক্ষে তাকে আর্থিক সহযোগীতা করেছেন। মোঃ মাহাবুব আলম বন্দুকছি (সিনিয়র সহঃ সভাপতি) শ্রী কাজল হালদার (সহঃ সভাপতি) মোঃ সাখায়াত হোসেন (বিল্পব) বন্দুকছি (সহঃ সভাপতি) মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (সমাজ সেবক) মোঃ আবুল হোসেন করাতী (সহঃ সভাপতি) মোঃ সফিকুল ইসলাম বন্দুকছি (সহঃ সভাপতি) মোঃ মনির হোসেন করাতী (সেক্রেটারি) আলমগীর বন্দুকছি (যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃ আলামিন ফকির (সহঃ যুগ্ম সম্পাদক) মোঃ মনিরুল ইসলাম বন্দুকছি (সাংগঠনিক সম্পাদক) মোঃ সামছুল হক হাওলাদার (সহঃ সাংগঠনিক সম্পাদক) মোঃ মনির ফকির (অর্থ বিষয়ক সম্পাদক) মোঃ ইসমাইল হোসেন করাতী (সহঃ অর্থ বিষয়ক সম্পাদক) মোঃ ইসমাইল মল্লিক (প্রবাসী) (সদস্য মেম্বার) মোঃ আলামিন বেপারী (ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী) মোঃ ময়নাল করাতী (সদস্য মেম্বার) সহ অনেকে। দেশে চলমান পরিস্থিতিতে সামর্থানুযায়ী সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন সংগঠনের সদস্যরা। অর্থ সহায়তা জন্য যোগাযোগ (সভাপতি) মোবাঃ নং01710666120 (সেক্রেটারী) মোবাঃ নং 01746364882

শেয়ার করুন