গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাত পরিচয় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে । এসময় ডেস্ক নিউজ : ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাবের দাবী নিহতরা সন্ত্রাসী ও সড়ক ডাকাত দলের সদস্য ।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গেলো রাতে এক দল ডাকাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান লাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পায় র্যাব ।
পরে র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌছালে অস্ত্রধারী ডাকাত দল র্যাবে উপর গুলি চালায়, র্যাবও আত্নরক্ষায় পাল্টা গুলি চালায় । এতে ঘটনাস্থলেই দুই ডাকাত সদস্য মারা যায় । এছাড়া ওয়াসিম নামে র্যাবের এক সৈনিক আহত হয়েছে বলে জানায়,র্যাব ।
নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে।