স্ত্রীকে হত্যার পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামীর আত্মহত্যা

0
957
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্নহত্যা করেছে স্বামী।

বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া এলাকায় এঘটনা ঘটে। ঘাতক স্বামী উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মো. সোনাম উদ্দিনের ছেলে দুলাল। দুলালের স্ত্রীর নাম আয়েশা আক্তার (২৮)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকালে মোঃ দুলাল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।

স্ত্রী আয়েশাকে হত্যার পর স্বামী দুলাল উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনরে নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। দুলাল আত্মহত্যা করার আগে তার মেয়ে শিফাকে টেলিফোনে জানায়, আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না। এ ঘটনার কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার আসল তথ্য জানা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন