করোনায় আক্রান্ত হয়ে সকালে স্ত্রী, বিকেলে স্বামীর মৃত্যু

0
873
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক মো. নাজিম উদ্দিন এবং তার স্ত্রী ও ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ জুলেখা খাতুন।

রোববার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা খাতুন মারা যান। বিকেলে মৃত্যু হয় স্বামী নাজিম উদ্দিনের।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সভাপতি ও সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার তাদের মৃত্যুর তথ্য দিয়ে দোয়া চেয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

জানা গেছে, জুলেখা খাতুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। লাইফ সাপোর্ট থাকা অবস্থায় বিকেল ৫টার দিকে নাজিম উদ্দিনও মারা যান। ২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন নাজিম উদ্দিন।

তারা দু’জনই অবসর জীবন-যাবন করছিলেন বলে জানা যায়।

মাউশির একাধিক কর্মকর্তা বলেন, জুলেখা ভাবি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু স্যার সুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি মাউশিতে এসেছিলেন। কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।

নাজিম উদ্দীন দম্পতির তিন কন্যার দুইজন এখন ঢাকায় আছেন বলে জানা গেছে।

শেয়ার করুন