গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ কেন্দ্রের উদ্বোধন

0
800
Print Friendly, PDF & Email

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ॥ গাজীপুরের কাপাসিয়ার বলখেলা বাজারে সব ধরনের ব্যাংকিং সেবা কার্যক্রম উন্নত প্রযুক্তি নিয়ে ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাপাসিয়া শাখার অধীনে বল খেলা বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

৯ ডিসেম্বর বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যাল প্লাটফর্মে বল খেলা বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের ঢাকা জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ।

ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের কাপাসিয়া শাখার এভিপি ও শাখা প্রধান মোঃ কামরুল আহসান মামুনের সভাপতিত্বে ও অফিসার মোঃ আল আমিনের উপস্থানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন, কালীগঞ্জের চুপাইর জামিউল উলুম আলিম মাদরাসার আরবী প্রভাষক মোঃ সোলায়মান, বল খেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বজলুর রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বলখেলা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট স্বত্বাধিকারী ফারুক হোসাইন।

পরে অতিথিরা ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইয়াসিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভাকোয়াদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম খাঁন।

সভাপতি বলেন, আধুনিক ব্যাংকিং সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন হতে বল খেলা বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে সকল ধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান, অন্য যেকোন ব্যাংকে ফান্ড ট্রান্সফার, এটিএম কার্ড, চেক বই প্রদান, এমটিডিআর/এফডিআর হিসাব খোলা ও মাসিক মুনাফা প্রদান, ক্লিয়ারিং চেক গ্রহণ, বিদ্যুত বিল গ্রহণ, ইউটিলিটি বিল গ্রহণ, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কল্যাণমূলক ভাতা প্রদানসহ ব্যাংকের সব ধরনের সুবিধা পাওয়া যাবে।

শেয়ার করুন