কালিয়াকৈরে উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
955
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : সাংবিধানিক নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নির্বাচিত উপজেলা পরিষদ কর্তৃত্বহীন, প্রজাতন্ত্রের মালিক জনগণ, তৃনমূলে জবাবদিহি শাসন বিঘ্নিত, এই প্রত্যয়ে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে পৌর এলাকায় রবিবার দুপুরে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈর প্রেসক্লাবের কনফারেন্স রুমে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্ত্বে এবং ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের সঞ্চলনায় উক্ত মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রিনা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, দৈনিক সমকালের এম তুষারী, যুগান্তরের সরকার আব্দুল আলিম, কালেরকন্ঠের মাহবুব হোসেন মেহেদি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি আলমগীর হোসেন সহ কালিয়াকৈর প্রেসক্লাবের সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন