মো: মোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গাজীপুর মহানগর যুবলীগ।
বুধবার বিকেলে কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হীরা সরকারের উদ্যােগে ও কোনাবাড়ী মেট্রো থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাকিবুল ইসলাম সুরুজ মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম রহমান সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা।