কালিয়াকৈরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
677
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ: গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের উদ্যোগে চন্দ্রা দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান লিটন, কালিয়াকৈর পৌর কৃষকলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার প্রমূখ।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান জয়, সাধারন সম্পাদক মোঃ সুমন রানা, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ হারিজউজ্জামান হারিজ, সহ-সভাপতি মোঃ জসিম, পৌর যুব মহিলালীগের আহবায়ক মোছাঃ রুপালি রুপাসহ পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে, দোয়া মাহফিল ও কেককাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন