ডেস্ক নিউজ: গাজীপুরের কালিয়াকৈরে ৯০বোতল বিদেশী বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার নন্দন পার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, উপজেলার নন্দন পার্ক সংলগ্ন কনফিডেন্স সিএনজি পাম্পের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করিতেছে। পরে উক্ত সংবাদের বিষয়টি থানার উপ-পরিদর্শক এসআই মোঃ আনিস অফিসার ইনচার্জকে অবহিত করে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত পৌনে ১০টার দিকে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে আসামীদ্বয়কে পুলিশগ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই আসামী দৌড়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) পারভেজ আহমেদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।