ডেস্ক নিউজ: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় উদ্যোাক্তা ঋণ বিতরণ করেছে।
গত বুধবার (২৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার উপ-পরিচালক এ এস এম সোলায়মান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, বিআরডিবির চেয়ারম্যান সরকার মোঃ মোশারফ হোসেন জয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, মোঃ আব্দুস সাত্তার।

এসময় উপকারভোগী সদস্যরা করোনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের পাশে বিআরডিবির মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সভায় বিভিন্ন বক্তরা বলেন, আজকের কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, কুটির শিল্পের বিকাশ বিআরডিবির হাত দিয়ে যাত্রা শুরু হয়। বিআরডিবি প্রশিক্ষণ দিয়ে মানুষে সচেতন করে বাল্যবিয়ে, মাদক, যৌতুক, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করছে। বিআরডিবির ডিপটিউবওয়েল, সার, বীজ ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরে ১৩ জন উপকারভোগী সদস্যের মাঝে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদানসহ বন বিভাগের সহায়তায় ফলজ ও বনজ ২০০ গাছের চারা বিতরণ করা হয়।