কালিয়াকৈরে এক তরুণীকে গনধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২

0
517
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে এক তরুনীকে গনধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ গত শুক্রবার দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকা থেকে ধর্ষনের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছেন। এঘটনায় কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈরের বড়ইতলীর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান শিহাব (২১), ও কালিয়াকৈরের শিমুলতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন (২৮)।

পুলিশ, ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়,পরিবারের সাথে অভিমান করে চট্রগ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ওই তরুনী বাসে করে কালিয়াকৈরের চন্দ্রায় আসে। চন্দ্রায় আসার পর ওই তরুনী বাস থেকে নামে। এসময় বাসের চালক জানতে পারে তরুনী চট্রগ্রামের বাসা থেকে অভিমান করে চলে এসেছে।

এ অবস্থায় কোথাও থাকার জায়গা না থাকায় বাসের চালক ওই তরুনীকে পাশের ডাইনকিনি এলাকায় নিয়ে যায়। পরে সেখানে একটি বাড়ীতে তাকে রাতে থাকার ব্যবস্থা করে। পরের দিন শুক্রবার সকালে বাসের চালক মেহেদী হাসান শিয়াম ওই তরুনীকে সেখান থেকে নিয়ে ওই এলাকার ছানোয়ার হোসেনের বাসায় নিয়ে যায়। সেখানে তরুনীকে ওই দুইজন জোরপুর্বক পালাক্রমে ধর্ষন করে।

বিষয়টি স্থানীয় ওয়ার্ড কমিশনার জানতে পেরে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ডাইনকিনি এলাকা থেকে ওই তরুনীকে উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক মেহেদী হাসান শিয়াম এবং ছানোয়ার হোসেনকে গ্রেফতার করেন ।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তরুনীকে উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন