ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের ৪৬ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, মিলাত মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকালে কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ড ও মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে উপজেলার সফিপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম লিংকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাঈদ সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেক, সাধারণ সম্পাদক নারগিস আক্তার, পৌর যুব মহিলালীগের আহবায়ক রুপালি আক্তার রুপা, মফিজুর রহমান লিটন, মোশাররফ হোসেন সিকদার, হাবিবুর রহমান সিকদার সহ আলীগের তৃণমূল পর্যায়ের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।