কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

0
379
Print Friendly, PDF & Email
ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২৬ অক্টোবর)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা (কভিড-১৯) আক্রান্ত রোগীদের অক্সিজেন সহায়তার জন্য একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নাসরিন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুন নাহার ইতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ রেজা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার সহ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তারা।
পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে  পাঁচশত টি উপজেলায় একটি করে সিলিন্ডার প্রদান করা হবে। পর্যায়ক্রমে আরও সিলিন্ডার দেয়া হবে।
শেয়ার করুন