ডেস্ক নিউজ : নানা আয়োজনে গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পৌর এবং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় উপজেলার চন্দ্রা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের কেক কাটা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
অপর দিকে সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাজার এলাকায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল, আওয়ামীলীগ নেতা মোঃ মান্নান শরিফ, আব্দুল ওহাব মিয়া, রফিকুল ইসলাম তুষারসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এসময় পৌর যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারন সম্পাদক মোঃ সুমন রানা, পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামান, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ নাজমা বেগম, পৌর যুব মহিলালীগের আহবায়ক মোসাঃ রুপালী রুপাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেককাটা শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রিমোড় ও কালিয়াকৈর বাজার এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এদিকে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষকদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষের চারা বিতরন করা হয়।