ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের তালগাছিয়াচালা বাইতুল মামুর জামে মসজিদের আইপিএস চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় মসজিদের সাধারন সম্পাদক আলহাজ আব্দুল মান্নান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী (জিডিনং ১২৬) করেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টায় এঘটনা ঘটে।
মসজিদের সাধারন সম্পাদক আলহাজ আব্দুল মান্নান জানান মসজিদে সকাল ৮টায় ছোট শিশুদের আরবী পড়ানো শেষ করে মসজিদের ইমাম আহাম্মদ আলী মসজিদের দরজা বা কেচি গেইট তালা বদ্ধ করে মসজিদের সভাপতি চাবাগান গ্রামের আলহাজ রহমালী বেপারীর বাড়িতে তার নাতিকে প্রাইভেট পড়ানোর জন্য যান। প্রাইভেট পড়ানোর শেষে সকাল ১০টা দিকে মসজিদে ফিরে গিয়ে দরজার তালা খোলে ভিতরে গিয়ে দেখতে পান মসজিদের ভিতরে রাখা আইপিএস টির দুই দিকের তার কেটে আইপিএসটি কে বা কারা নিয়ে গেছে।
বিষয়টি মসজিদ কমিটির সকলকে জানালে তারা কালিয়াকৈর থানায় সাধারন ডায়েরী করার পরামর্শ দেয়। তারই প্রেক্ষিতে ঘটনার পরের দিন শুক্রবার কালিয়াকৈর থানায় একটি সাধিারন ডায়েরী করা হয়।