কালিয়াকৈরে ২০লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার-৫

0
650
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পশ্চিম পাড়া এলাকা থেকে ২০ লাখ টাকার হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পশ্চিম পাড়া এলাকার আবদুল গনির ছেলে মোহাম্মদ আলী (৪৫) এবং তার স্ত্রী আমেনা বেগম (৪০)ও তার ছেলে আরমান (২৪) এবং জেলার টঙ্গী পুর্ব থানার ৪৯নং ওয়ার্ডের এরশাদ নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে- মোঃ জুয়েল (৩৭), বরগুনা জেলার ভাবনা থানার চারাখালী এলাকার মৃত. আঃ খালেকের ছেলে- মোঃ জাফর আলী (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে আন্ধারমানিক পশ্চিম পাড়া এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে হিরোইন কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইনসহ ৫ জনকে গ্রেপ্তার করে। এসময় মোহাম্মদ আলীর ছেলে আরমান ও জহির শিকদারের ছেলে সুজন সিকদার নামের আরও ২ জন পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার (তদন্ত ওসি ) আবুল বাসার জানান জানান, আসামীদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে অপর ২ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন