সংগীত শিল্পী এস আই মাটির “আইলিনা মোর বাড়ি” গানের শুভমুক্তি ১৬ সেপ্টেম্বর

0
872
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : আঁচল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এর ব্যানারে নির্মিত “আইলিনা মোর বাড়ি” গানটি আগামী ১৬ ই সেপ্টেম্বর বিকেল ৪ টায় আপমুক্তি হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আঁচল মাল্টিমিডিয়ার কর্ণধার এম সি নাজমুল ।

গানটি লিখেছেন এম সি নাজমুল, সুর করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স রুবেল। মিউজিক পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও সঙ্গীত পরিচালক মান্নান মোহাম্মদ স্যার ।গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী এস আই মাটি। “আইলিনা মোর বাড়ি” গানটি ভিডিও পরিচালনা করেছেন ফিরোজ সরকার চিত্র গ্রহণ করছেন জয় আব্রাহাম।

গানটিতে অভিনয় করেছেন অপূর্ব শেখ, তারিন, সারোয়ার মোর্শেদ, সাইফুল ইসলাম, সন্তোষ কুমার ও মিল্টন গাজী।

গানের গীতিকার এম সি নাজমুল বলেন, বাংলা গানকে সঠিক রুপে মানুষকে উপহার দিতে পারলেই আমার স্বার্থকতা ।

শিল্পী এস আই মাটি বলেন, গানটি নিয়ে আমি বরাবরি অনেক আশাবাদী বাকিটা দর্শকদের ভালবাসা।
আঁচল মাল্টিমিডিয়ার ব্যানারে এটা দ্বিতীয় গান হবে বলে জানিয়েছেন আঁচল মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক এম সি নাজমুল।

সহকারী প্রযোজক সারোয়ার মোর্শেদ বলেন, আমি  অনেকটা আশাবাদী অবশ্যই “আইলিনা মোর বাড়ি” গানটি দর্শকের মনে ভালো একটা জায়গা করে নিবে। সেই সাথে আঁচল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত “আইলিনা মোর বাড়ি ” গানটি দেখার জন্য সবাইকে  আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন