কালিয়াকৈরে অগ্নিকান্ডে পুড়ল তিন দোকান

0
237
Print Friendly, PDF & Email

শহিদুজ্জামান, নিজেস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ৩টি ব্যবসায়ী দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন দোকানসহ ভিতরে থাকা সমস্ত মালামাল।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে হরিণহাটি এলাকায় একটি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় শনিবার দুপুর দুইটার দিকে হরিণহাটি জামে মসজিদের পূর্ব পাশে একটি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ওই মার্কেটের একটি মোবাইলের দোকান, একটি টেইলার্স এবং একটি ঔষধের ফার্মেসী সহ দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রথমে টেইলার্স এর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুন পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় প্রথমে এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে আসে। ততক্ষণে আগুনের লেলিহানে ওই মার্কেটের ৩টি দোকানসহ ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, এ অগ্নিকান্ডে তাদের প্রায় ১৫/১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাত্তাব মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর আড়াইটার দিকে দিকে ঘটনাস্থলে গিয়ে পৌছালে এর আগেই স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ওই মার্কেটের টেইলার্সের আয়রন হতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এছাড়া তাৎক্ষনিক ভাবে আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন