শহীদ উজ্জামান, নিজেস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সফিপুর দোকানপাড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৭০ বছর।
বৃহস্পতিবার (২৩ফেব্রæয়ারী) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ ওই বৃদ্ধকে উক্ত এলাকায় ঘুরাঘুরিসহ অবস্থান করতে দেখা যায়। সে কখনো খোলা জায়গায় আবার কখনো দোকানের বারান্দায় শুয়ে থাকতো। এমনথাবস্থায় বৃহস্পতিবার দুপুরে সফিপুর দোকানপাড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই সাইফুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ হবে। ধারনা করা হচ্ছে বার্ধক্যজনীত কারনেই নিহতের মৃত্যু হয়েছে। এছাড়া ওই বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। পরে স্থানীয় মৌচাক ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ পূর্বক তাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় একটি কবরাস্থানে দাফন করা হয়েছে।