কালিয়াকৈরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

0
64
Print Friendly, PDF & Email

কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত এক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে পল্লী বিদ্যুতের জনবল ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তিতাস গ্যাসের ভূগর্ভস্থ সরবরাহ লাইনের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইন মেরামত করে বিদ্যুৎ সঞ্চালন শুরু করে। আগুনে ভ্রাম্যমান কয়েকটি দোকানের সবজি পুড়ে গেছে। টেলিযোগাযোগ ও ইন্টারনেটের কেবলও পুড়েছে।

চন্দ্রা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ডি জি এম প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, চন্দ্রা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের পাশ দিয়ে ভূগর্ভস্থ তিতাস গ্যাস লাইনের লিকেজ দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত। এই লিকেজ দিয়ে গ্যাস নির্গমন হচ্ছে প্রতিনিয়ত। বিষয়টি পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ভূগর্ভস্থ গ্যাস লাইনের বিভিন্ন জায়গায় লিকেজ দেখা দিয়েছে। মেরামত করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শেষ করা হবে।

শেয়ার করুন