কালিয়াকৈরে মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

0
34
Print Friendly, PDF & Email

শহিদুজ্জামান, নিজেস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর নিশ্চিতপুর এলাকায় ফুল কুমার চন্দ্র দাস (২৪) নামে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ফেব্রয়ারী) দুপুরে স্থানীয় লিটন মিয়ার ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।।

নিহত ফুল কুমার হলেন- সুনামগঞ্জ জেলার ধর্মবাশা থানার ষোলাইকুন্ঠ বাড়ি এলাকার কালা চাঁন চন্দ্র দাসের ছেলে। সে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় এলাকায় মাছ বিক্রি করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা থেকে বেশ কিছুদিন আগে কাজের সন্ধানে উপজেলার সফিপুর নিশ্চিন্তপুর এলাকার লিটনের বাসায় ভাড়া থেকে ফুল কুমার দাস মাছের ব্যবসা করতেন এবং তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্স এ চাকরি করতেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই সূত্র ধরে সোমবার দুপুরে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় ফুল কুমার। পরে বাসার অন্য ভাড়াটিয়ারা তার ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, সোমবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে। এছাড়া ঘটনায় তার ভাই সুকুমার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন