শহিদুজ্জামান, নিজেস্ব প্রতিবেদক : গাজীপুরে কারখানা থেকে ফেরার পথে ছুরিকাঘাতে তানজিলা আক্তার নামে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হামলাকারী যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বনরুপা রোডের মাথায় এ ঘটনা ঘটে।
নিহত তানজিলা গাজীপুরের বনরুপা এলাকার তাজুল ইসলামের মেয়ে। একই এলাকায় তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাতে এক যুবক স্থানীয় পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা এখনো নিশ্চিত হতে পারছি না, সে ছিনতাই করার জন্য নাকি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের পিটুনিতে ওই যুবক অসুস্থ হয়ে পড়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবং মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে রয়েছে।