২১শের প্রথম প্রহরে কালিয়াকৈরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা

0
248
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা।

একুশের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে অমর একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ও কালিয়াকৈর থানা পুলিশের স্বশস্ত্র অভিবাদন দিয়ে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

এসময় কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা।

এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং এর সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শ্রদ্ধা জানালে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।

এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের এলাকা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শেয়ার করুন