কালিয়াকৈর সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভা ৭নং আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা (১৮ জুলাই) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর ১আসনের সংসদ সদস্য ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
কর্মি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সরকার মোঃ মোশারফ হোসেন জয়, সভাপতি কালিয়াকৈর পৌর শাখা। বিশেষ অতিথি সিকদার জহিরুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তার আলী দেওয়ান সিনিয়র সহ-সভাপতি কালিয়াকৈর পৌর ৭নং ওয়ার্ড, সঞ্চালনায় মোঃ আব্দুল বারেক সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর ৭নং ওয়ার্ড।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ খাত্তাব মোল্লা কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, সহ- সভাপতি আইয়ুব মন্ডল কালিয়াকৈর পৌর শাখা, পৌর যুবলীগের সভাপতি মো: আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো: সুমন রানা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: নাজমা বেগম ও পৌর যুব মহিলা লীগের আহবায়ক মোসা : রুপালী রুপাসহ অন্যান্য নেতৃবৃন্দ।