আন্তর্জাতিক ডেস্ক : চীনা যুবকদের মধ্যে বেকারত্বের হার বেড়ে গেল জুন মাসে রেকর্ড হয়েছে, সরকারি হিসেব মতে যা ছিল ২১ দশমিক ৩ শতাংশ। এনবিএস এক বিবৃতিতে বলেছে, চীনের শহরগুলোর বেকারত্ব ৫ দশমিক ২ শতাংশ।
আজ সোমবার (১৭ জুলাই) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেছেন, চীন একটি জটিল ভূ-রাজনৈতিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশের মুখোমুখি। চীন এখনও চেষ্টা করলে তার পুরো বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। মার্চ মাসে বেইজিং চলতি অর্থবছরের জন্য প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করেছে।
চীন গত বছর ডিসেম্বর মাসে তার কোভিড-১৯ নীতি প্রত্যাহার করার পর চীনের অর্থনীতি কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এর মধ্যে বিশ্বব্যাপী চীনা পণ্যের চাহিদা কমলে তা অর্থনীতিকে বড় ধাক্কা দেয়।
জুন মাসে চাহিদা অনুযায়ী সব পণ্যের দাম কমাতে ব্যর্থ হয়, যা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়। পিপলস ব্যাংক অফ চায়না গত সপ্তাহে বলেছিল, জুলাই মাসে এই হার কমে আসতে পারে। তবে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি এই বছরের শেষের দিকে ফিরে আসবে।