মো: শহিদুজ্জামান, নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ছুরি ও চাপাতিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গত মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর মধ্যআরিচপুর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, চাঁদপুর সদরের নাজির পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মো: রাসেল (২২), হবিগঞ্জের বাহুবল থানার বালিগাও এলাকার নজরুল ইসলামের ছেলে মো: হোসেন (২১) এবং ঢাকার নবাবগঞ্জ থানার আন্ধারকোটা এলাকার মো: শাহজাহানের ছেলে সজল (২৫)।
ওসি মো: আশরাফুল ইসলাম জানান, নতুন বাজার এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ অভিযানে যায়।
পরে তারা ওই এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।