কালিয়াকৈরে  হরতাল ও  সহিংসতা প্রতিরোধে আ’লীগের অবস্থান কর্মসূচি

0
459
Print Friendly, PDF & Email

 

কালিয়াকৈর সংবাদদাতা :

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে কেন্দ্রিয়  কমিটির নির্দেশনা অনুযায়ী গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছে নেতাকর্মীরা। 

হরতাল ও সহিংসতা প্রতিরোধে রোববার সকাল থেকে ২টা পর্যন্ত সফিপুর এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনকালে গত শনিবার ঢাকায় বিএনপির সহিংসতায় নিহতের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সিকদার, পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম লিংকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসেম প্রমুখ। 

অন্যান্যের মধ্যে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ- সহযোগী সংগঠনের নেতার্মীরা অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ- সহযোগী সংগঠনের নেতার্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। এসময় কালিয়াকৈর উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিংবা হরতালের সমর্থনে মিছিল, মিটিং, সভা, পিকেটিং করার কোন দৃশ্য দেখা যায়নি। 

তবে প্রতিদিনের মত যানবাহন চলাচল অনেকটা কম হলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল। আর সকাল থেকেই বিভিন্ন স্থানে পুলিশ টিমসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিরাপত্তা নিশ্চিতে সড়কের পাশে দাঁড়াতে দেখা গেছে।

শেয়ার করুন